Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের ‘গেন্দা ফুল’র তালে নাচলেন জ্যাকুলিন, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২০, ৬:৪৪ পিএম

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ক্যারিয়ারের ঝুলিতে খুব বেশি সিনেমা না থাকলেও, টিনসেল টাউনে তার কদরটা একটু বেশিই। কেননা শুধু অভিনয় নয়, নাচের দক্ষতা ও নজরকাড়া লুকে সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এবার গেন্দা ফুলের তালে নেচে আবারও আলোচনায় উঠে এলেন এই শ্রীলঙ্কান সুন্দরী।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে গেন্দা ফুলের তালে নাচতে দেখা যাচ্ছে জ্যাকুলিনকে। নীল শাড়িতে লাস্যময়ী ভঙ্গিমায় অভিনেত্রীর এই নাচ যে অনুরাগীদের মনে ঝড় তুলবে তা বলাই বাহুল্য। এরই মধ্যে ভিডিওটি দেখেছেন সাড়ে ৫ লাখ মানুষ।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ অ্যাক্টিভ জ্যাকুলিন ফার্নান্দেজ। কাজের ফাঁকে সুযোগ পেলেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে আড্ডায় মেতে উঠেন। পাশাপাশি নিজের কাটানো নানা মুহুর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন নায়িকা। যা হাতে পেয়ে আনন্দের জোয়ারে ভাসেন অনুরাগীরা।

এদিকে লকডাউনের শুরু থেকেই সালমান খানের পানভেলের ফার্মহাউসে ছিলেন জ্যাকুলিন। সেখানে ভাইজানের গাওয়া 'তেরে বিনা' শিরোনামের একটি গানের মডেল হয়েছিলেন তিনি। এছাড়াও তার অভিনীত ওয়েব সিরিজ 'মিসেস সিরিয়াল কিলার' নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।

জ্যাকুলিনের নাচের ভিডিওটি দেখুন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ