Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় সিলেটে ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ৭:৩৭ পিএম

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে সিলেটে। ওই সময়ে আরও ১৩২ জনের শনাক্ত হয়েছে করোনা। গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন বিভাগে ৩৫২ জন। নতুন শনাক্ত হওয়া ১৩২ জনের মধ্যে রয়েছেন সিলেট ৭২, সুনামগঞ্জে ২৭ এবং হবিগঞ্জে ৯ ও মৌলভীবাজারে ২৪ জন। ওই সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ৪ জনের মধ্যে ৩ জন সিলেট এবং ১জন সুনামগঞ্জের।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল পর্যন্ত বিভাগে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৮৪৪ জন। এর মধ্যে সিলেট সর্বোচ্চ ৫ হাজার ২৩৩ , সুনামগঞ্জে ১ হাজার ৮৭৩, হবিগঞ্জে ১ হাজার ৪২৫ ও মৌলভীবাজারের ১ হাজার ৩১৩ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৭৫ জন। মৃতদের মধ্যে সিলেটে সর্বোচ্চ ১২৫, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ১৯ জন।
করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন বিভাগে ৫ হাজার ৫০৮ জন। এর মধ্যে সিলেটে ২ হাজার ৩৩০, সুনামগঞ্জের ১ হাজার ৪৪৬, হবিগঞ্জের ৯৩০ ও মৌলভীবাজার ৮০২ জন। করোনা আক্রান্ত ১৪৮ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে আছেন চিকিৎসাধীন। এর মধ্যে ৭০ জন সিলেটের, ১০ জন সুনামগঞ্জের, ৪৬ জন হবিগঞ্জের, মৌলভীবাজারে ২২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ