বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বান্দরবানে পূরবী সুপার মার্কেট আগুনে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার বিকাল ৪টার ৪০মিটিটের সময় এঘটনা ঘটে।
দমকল বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৪টা ৪০মিনিটের সময় পূরবী সুপার মার্কেটের একটি বার্মিজ কাপড়ের দোকানের বিদ্যুতের মিটারের বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় সেনাবাহিনী, পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয় দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আগুনের ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিক ভাবে প্রায় ৫কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণ করছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এদিকে পূরবী সুপার মার্কেটটি একটি বান্দরবানের জনপ্রয়ি বার্মিজ মার্কেট হিসেবে পরিচিত। এখানে ক্ষুদ্র নারী ব্যবসায়ীদের দোকান সব। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারীরা নিজেরাই এসব দোকান পরিচালনা করে আসছে। আগুন সবস্থ পুড়ে যাওয়ায় ক্ষুদ্র নারী ব্যবসায়ীরা কান্নায় ভেঙ্গে পড়েন।
ঘটনাস্থল পরিদর্শণ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যাশৈহ্লা, পৌর মেয়র ইসলাম বেবী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।