Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে বন্যায় প্রায় ৩ হাজার হেক্টর জমির ফসল নষ্ট

মির্জাপুর (টাঙ্গাইল) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ৬:৩৫ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে এবারের বন্যায় প্রায় ৩ হাজার হেক্টর জমির বিভিন্ন জাতের ফসল নষ্ট হয়েছে। এতে ২৬ হাজারের বেশি কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, এবছর দীর্ঘস্থায়ী বন্যায় মির্জাপুরে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ ফসলের মধ্যে রয়েছে বোনা আমন ও রোপা আমন, আউশ, পাট, আখ, সবজি, লেবু, কলা। মোট ২ হাজার ৭০৩ হেক্টর জমির ফসল নষ্ট হয়। এরমধ্যে বোনা আমন ২ হাজার ৫০৫ হেক্টর, রোপা আমন ১৩ হেক্টর আউশ ১৫.৬০ হেক্টর, পাট ৭ হেক্টর, আখ ৩০.২ হেক্টর, লেবু ৪ হেক্টর, সবজি ১৩.৫ হেক্টর এবং কলা ২ হেক্টর।
উপজেলার বাওয়ার কুমারজানী গ্রামের আবদুস সালাম সিকদার আনোয়ার হোসেন, জসিম ব্যাপারী, উত্তরপাড়ার রওশন আলী, ভাওড়া গ্রামের আবদুল গফুর জানান, তারা প্রতি বছরের ন্যায় এবারও আমন ও সবজীর আবাদ করেছিলাম। কিন্ত দু’দফা বন্যায় সবই শেষ হয়েছে। এ ধরনের ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সংখ্যা ২৬ হাজার ১১০ জন বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।
টাকার অংকে ক্ষতির পরিমান সোয়া ১৭ কোটি টাকা বলে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ