Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু ফ্যানস ক্লাব ফরিদপুরের মানববন্ধন

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ৬:০৭ পিএম

ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৬ তম বাষির্কী পালন করছে।ফরিদপুরে ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরনে মানববন্ধন কর্মসুচি পালন করছে বঙ্গবন্ধু ফ্যানস ক্লাব ফরিদপুর জেলা ইউনিট।

শুক্রবার (২১ শে আগস্ট ) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফ্যানস ক্লাব ফরিদপুর জেলা ইউনিটের আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা শামিম তালুকদার। এসময় আরো বক্তব্য রাখেন শহর যুব লীগের শিক্ষা, গবেষনা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মুশা,শহর যুব লীগের আহবায়ক কমিটির সদস্য সিফাত হুদা,ছাত্র লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মাসুম মোল্লা,ইয়াছিন কলেজের সাবেক জিএস সাইফুর রহমান সজিব ও বঙ্গবন্ধু ফ্যানস ক্লাবের অন্যতম এ্যাডমিন রোকনউদ্দীন রুমন ।
মানববন্ধনে শিক্ষক,ডাক্তার, আইনজিবী, সুশীল সমাজের ব্যক্তিবগসর্হ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার করে দ্রুত সাজা কার্যকরের দাবী জানান। পরে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান ইমন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ