বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভার থেকে স্টাফ রিপোর্টার : সাভারে পাওনা টাকা চাওয়ায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ আগস্ট) মধ্যরাতের দিকে আশুলিয়ার আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাউছার (২৫)বরিশালের আব্দুর রহমান বেপারীর ছেলে। এ ঘটনায় রবিউল ইসলাম নামে এক ঠিকাদারকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কাউছার বেশ কয়েকদিন ধরে আশুলিয়ার আমতলা এলাকায় বিল্লালের বাড়িতে টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন। সেখান ঠিকাদার ছিলেন রবিউল ইসলাম। শুক্রবার রাতে কাউছার তার কাছে পাওনা টাকা চায়। কিন্তু টাকা না দিয়ে রবিউল উল্টা কাউছারের বিরুদ্ধে টাইলস মেশিন চুরির অভিযোগ তোলে। এরপর এই অভিযোগে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে কাউছারকে মারধর করে। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।