Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপ্রিম কোর্টের ‘অবকাশকালীন ছুটি’ বাতিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

উচ্চ আদালতের চলতি বছরের ‘শরৎকালীন অবকাশ’সহ বাৎসরিক অবকাশকালীন সকল ছুটি বাতিল করা হয়েছে। করোনা প্রকোপের কারণে স্বাভাবিক বিচার কার্যক্রম বিঘিœত হওয়ার ক্ষয়-ক্ষতি বিবেচনায় বাতিল করা হয় এ ছুটি। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রকাশিত বিবৃতির উদ্ধৃতি দিয়ে স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘদিন উচ্চ আদালত বন্ধ ছিল। এ কারণে চলতি বছর সুপ্রিম কোটের শরৎকালউন সব ছুটি বাতিল করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এ বিষয়ে ১৮ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর বিজ্ঞপ্তি জারি করেছেন। এতে বলা হয়, ৬ আগস্টের পর পথকে চলতি বছরের সুপ্রিম কোর্টের সব অবকাশকালীন ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। ৬ আগস্ট অনুষ্ঠিত সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সে অনুযায়ী ২০২০ খ্রিঘমঃাব্দের বর্ষপঞ্জির ৬ আগস্ট পরবর্তী অবকাশকালীন ছুটিসমূহ বাতিল করা হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপ্রিম কোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ