পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুর হোছাইন কাসমী বলেছেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। বরং দেশে কুরআন সুন্নাহভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। কেউ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে সরকারের উচিত এখনই বন্ধ করে দেয়া।
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা ফজলুল করিম কাসমী ও মাওলানা জয়নুল আবেদীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।