Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌ-পুলিশের চাঁদাবাজির অভিযোগ

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

লক্ষ্মীপুরে নৌ-পুলিশের বিরুদ্ধে জেলেদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। প্রতি মাসে টাকা না দিলে নানা হয়রানির শিকার হতে হয় অভিযোগ জেলেদের। এসব অভিযোগ অস্বীকার করেছেন নৌ-পুলিশ কর্মকর্তা অচিন্ত্য কুমার দে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে অভিযোগ করে বলেন, পুরো বছরই জেলেরা নৌ-পুলিশের হাতে জিম্মি হয়ে থাকেন। প্রতিমাসে দাবিকৃত চাঁদা না দিলে মামলা, হামলাসহ নানাভাবে হয়রানির শিকার হন তারা। প্রতি নৌকায় মাসে ৩-৫ হাজার টাকা দিতে হয়। এছাড়া বিভিন্ন অজুহাতে নৌকা আটক করে মোটা অঙ্কের টাকা আদায় করেন নৌ পুলিশ। মাছ না পেলেও পুলিশের মাসোহারা দিতে হয়। দাবিকৃত টাকা না দিলেই নদীতে নামলে জাল ও নৌকা আটক করে নিয়ে যায়। এরপর নানা হয়রানির মধ্যে পড়তে হয়।
পরে বিকাশের মাধ্যমে টাকা দিয়ে মুক্তি পাওয়া যায় বলে অভিযোগ করেন জেলেরা।
এসব অভিযোগ অস্বীকার করে নৌ-পুলিশ কর্মকর্তা অচিন্ত্য কুমার দে বলেন, জেলেদের ষড়যন্ত্রের শিকার তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ