Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্লীলতাহানির দায়ে শ্বশুর কারাগারে

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

রামগড়ে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি হলো- ১নং রামগড় ইউপির ৯নং ওয়ার্ডের মৃত চাঁনমিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৫০)।

মামলার এজাহারে জানা যায়, গত মার্চ মাসে আসামি তার ছেলেকে পারিবারিকভাবে বিয়ে করান। বিয়ের পর কয়েকমাস তাদের সংসার সুন্দরভাবেই চলছিল। কিন্তু কিছুদিন পূর্বে আসামির ছেলে কার্ভাড ভ্যান হেলপারের কাজে গেলে শ্বশুর মোবাইল ফোনে কুপ্রস্তাব দেয় পুত্রবধূকে। এতে সে রাজি না হলে তার হাত ও কাপড় ধরে টানা হেচড়া করে। গত সোমবার ভুক্তভোগী নারী বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা করে।

ভিকটিমের স্বামী ইউসুফ মিয়া জানান, তিনি চাকরি করার কারণে বাড়ির বাইরে থাকায় বাবা স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে। এখন উল্টো তাদের ফাসানোর চেষ্টা করলে পরে তারা থানায় হাজির হয়ে পিতার নামে অভিযোগ করে।

রামগড় থানা ওসি মো. সামসুজ্জামান বলেন, শ্বশুর আব্দুর রাজ্জাকের কুপ্রস্তাবের কলরেকডিং শুনে বিষয়টি প্রমাণিত হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ