বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল নৌবন্দরে নোঙর করা সুরভী-৮ লঞ্চের গায়ে এমভি পারাবত আছড়ে পরায় ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে । দীর্ঘদিন ধরেই বরিশাল-ঢাকা নৌপথে পারাবত লঞ্চ একক আধিপত্য বিস্তার করে অদক্ষ চালকের কারনে প্রায় দিনই মাঝ নদীতে বা পন্টুনে নোঙর করা বিভিন্ন লঞ্চের উপর আছড়ে পড়ে ব্যাপক ক্ষতিসাধন করছে। সোমবার রাতে ঢাকা ঘাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা ক্রিসেন্ট শিপিং লাইন্স-এর এমভি সুরভী-৮ লঞ্চটি মঙ্গলবার সকাল ৫টায় বরিশাল নৌবন্দরে নোঙর করে । সাড়ে ৫টার দিকে মেসার্স রাবেয়া শিপিংÑএর পারাবত-১২ লঞ্চটি পূর্বে নোঙর করা সুরভীর গায়ে আছড়ে পরে। ফলে নৌযানটির দোতলার টেকসিন,রেলিং ভেঙ্গেকয়েক লাখ টাকার ক্ষতি করেছে বলে অভিযোগ করেন সুরভী লঞ্চের চালক কাপ্তেন ইসলাম। তিনি আরো জানান, এঘটনায় বরিশাল নৌবন্দরে অভিযোগ দেবার পর বিআইডব্লিউটি কর্তৃপক্ষ লঞ্চ পরিদর্শন করেছেন। তারা এ ব্যাপারে কি ব্যবস্থা গ্রহন তা মালিক পক্ষ দেখবে। এছাড়া কয়েকদিন আগে এই সুরভী-৮ লঞ্চকে পারাবত-৯ লঞ্চটি ঢাকা ঘাটে বসে একইভাবে ইচ্ছাকৃতভাবে আঘাত করায় প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে বরে অভিযোগ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।