Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে হৃদিতার চিত্রনাট্য নিয়ে সৃষ্ট জটিলতার অবসান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২০, ৬:১০ পিএম

অবশেষে সমঝোতার মধ্য দিয়ে হৃদিতার চিত্রনাট্য নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। এবিষয়ে গতকাল সোমবার বংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয় । চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহিম গুলজারের সভাপতিত্বে লেখক ও পরিচালক দ্বয়ের মধ্যে এসময় আলাপচারিতা হয়।
জনপ্রিয় কথা সাহিত্যিক আনিসুল হক রচিত হৃদিতা উপন্যাসের চলচ্চিত্ররুপ যে লেখক এনামুল হকই দিয়েছেন, তা পরিচালক এম এন ইস্পাহানী ও আরিফ জাহান হাসিমুখে স্বীকার করেন। তখন হৃদিতা সিনেমার চিত্রনাট্যকার ও পরিচালক ইস্পাহানী আরিফ জাহানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন লেখক এনামুল হক । এই সভায় বাংলাদেশে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, নির্মাতা শাহ আলম কিরণ, আব্দুস সামাদ খোকনসহ বেশ কজন গুণী পরিচালক উপস্থিত ছিলেন। সভা শেষে লেখক ও পরিচালক যুগল হাসিমুখে ফটোসেশনে অংশ নেন।

উল্লেখ্য, হৃদিতা ছবিতে হৃদিতা চরিত্রে পূজা এবং কবির চরিত্রে এ বি এম সুমন অভিনয় করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন। অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে পরিচালকের। নব্বইয়ের দশকের প্রেম-বিরহ নিয়েই তৈরি হয়েছে এই ছবির গল্প।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ