বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর কিশোর সংশোধনী কেন্দ্রের বন্দি ৩ কিশোর হত্যাকান্ডে একইভাবে টর্চার করা হয়েছে বলে ময়ন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তাদের পায়ে ও মাথায় আঘাত করা হয়। মূলত মস্তিস্কে আঘাতেই হত্যাকান্ড ঘটে। তাদের ৩জনকে একইভাবে টর্চার চালানো হয়। এই তথ্য মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন যশোর ২৫০ বেড হাসপাতালের সুপার ডাঃ দীলিপ কুমার রায়।
তিনি বলেন, ৩সদস্যের মেডিকেল বোর্ডের রিপোর্টটি সিভিল সার্জনের প্রতিস্বাক্ষর হয়ে আদালতে মঙ্গলবার দাখিল করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পৈশাচিক পৈশাচিক নির্যাতনে হত্যাকান্ডের শিকার হয় বন্দি ৩ কিশোর পারভেজ হাসান রাব্বি, রাসেল সুজন ও নাইম হোসেন। কেন্দ্র কর্তৃপক্ষ প্রথমে বন্দিদের অভ্যন্তরীণ কোন্দলে মারামারেিত হতাহতের ঘটনা বলে প্রচার চালান। তোলপাড় হয় ঘটনায়। পুলিশ তৎপর হয়ে পুরো ঘটনা বের করে। হত্যাকান্ডের শিকার রাব্বির পিতা খুলনা দৌলতপুরের রোকা মিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।