বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে আরো ৩৪ জনের সংক্রমণ পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় ৫টি ল্যাবে ৪৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণের হার ৭ শতাংশ। এ সময়ে করোনায় কেউ মারা যাননি। সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন আরো ৪৬ জন।
গতকাল রোববার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এ পর্যন্ত চট্টগ্রামে ৬৫ হাজার ৬৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫ হাজার ৮০৯ জনের সংক্রমণ পাওয়া গেছে। সংক্রমণের হার ২৩ শতাংশ। এ পর্যন্ত মারা গেছেন ২৫১ জন। হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩৫২০ জন। মোট সুস্থ ১০ হাজার ৯১৪ জন। বাসায় আইসোলেশনে আছেন ৮২৭ জন আর হাসপাতালে ভর্তি ১৮৪ জন। হাসপাতালে ৬০ ভাগ শয্যা এবং ৫০ ভাগ আইসিইউ খালি। গতকাল পর্যন্ত বিদেশগামী তিন হাজার ৭০৮ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের সংক্রমণ পাওয়া গেছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।