Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরের ফুটপাতে বোবা বৃদ্ধ,অজ্ঞাত পরিচয়ে হাসপাতালে দেয় পুলিশ

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২০, ৬:৪৮ পিএম

যশোর শহরের ফুটপাতে রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধকে স্বজনেরা ফেলে রেখে যায়। পরে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতায় পুলিশ ওই বৃদ্ধকে (৭০) যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। শনিবার রাতের ঘটনা এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃদ্ধের স্বজনদের কেউই আসেননি। 

 

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, জিলা স্কুল ও সার্কিট হাউজের সামনের যাত্রীছাউনিতে এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখে স্থানীয় সংবাদকর্মীরা পুলিশকে বিষয়টি জানান। বৃদ্ধটি তার নাম-পরিচয় বা ঠিকানা বলতে পারছে না। পরে পুলিশ রাতে তাকে নিয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। পরিবারের লোকজন তাকে ওই যাত্রী ছাউনিতে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

 

ওই এলাকার কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী ও পথচারীরা জানান, ব্যস্ত সড়কের পাশে যাত্রী ছাউনিতে কারা কখন ওই বৃদ্ধকে রেখে গেছে তা কেউ বলতে পারেন না। তবে বৃদ্ধকে দেখে ‘ভাল ঘরের’ মনে হয়েছে। তার সাথে থাকা ব্যাগে পরিস্কার লুঙ্গি, শুকনো খাবার, ওষুধপত্র রয়েছে। 

h‡kv‡ii dzUcv‡Z †evev e„×,AÁvZ cwiP‡q nvmcvZv‡j †`q cywjk

 

h‡kvi ey¨‡iv t h‡kvi kn‡ii dzUcv‡Z iv‡Zi AÜKv‡i AÁvZcwiPq GK e„ׇK ¯^R‡biv †d‡j †i‡L hvq| c‡i ¯’vbxq msev`Kg©x‡`i mn‡hvwMZvq cywjk IB e„ׇK (70) h‡kvi 250 kh¨v nvmcvZv‡j fwZ© K‡i| kwbevi iv‡Zi NUbv G wi‡cvU© †jLv ch©šÍ e„‡×i ¯^Rb‡`i ‡KDB Av‡mbwb|

 

h‡kvi †Kv‡Zvqvwj g‡Wj _vbvi Iwm gwbiæ¾vgvb Rvbvb, wRjv ¯‹zj I mvwK©U nvD‡Ri mvg‡bi hvÎxQvDwb‡Z GK e„ׇK c‡o _vK‡Z †`‡L ¯’vbxq msev`Kg©xiv cywjk‡K welqwU Rvbvb| e„×wU Zvi bvg-cwiPq ev wVKvbv ej‡Z cvi‡Q bv| c‡i cywjk iv‡Z Zv‡K wb‡q h‡kvi 250 kh¨v nvmcvZv‡j fwZ© K‡i| cwiev‡ii †jvKRb Zv‡K IB hvÎx QvDwb‡Z †i‡L †M‡Q e‡j aviYv Kiv n‡”Q|

 

IB GjvKvi K‡qKRb ÿz`ª e¨emvqx I c_Pvixiv Rvbvb, e¨¯Í mo‡Ki cv‡k hvÎx QvDwb‡Z Kviv KLb IB e„ׇK †i‡L †M‡Q Zv †KD ej‡Z cv‡ib bv| Z‡e e„ׇK †`‡L Ôfvj N‡iiÕ g‡b n‡q‡Q| Zvi mv‡_ _vKv e¨v‡M cwi¯‹vi jyw½, ïK‡bv Lvevi, IlyacÎ i‡q‡Q|

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ