Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু বেঁচে থাকলে বহু পূর্বেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হত -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২০, ৪:৪৪ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু বেঁচে থাকলে বহু পূর্বেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হত। তিনি বলেন বঙ্গবন্ধু সারে তিন বছর রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অভাবনীয়, অকল্পনীয় ও বিষ্ময়কর সব পরিকল্পনা করেছিলেন। যখন একটি যুদ্ধবিদ্ধস্ত দেশ পুনর্গঠন ছিল তার মূল টার্গেট। তাঁর ভেতরে তিনি সমস্ত আইন প্রনয়ণ করে গেছেন। রবিবার নাজিরপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়েজিত নাজিরপুর উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসকল কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে আরো বলেন নাজিরপুর উপজেলায় কোন দূর্নীতি চলবে না এবং কোন দূর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া হবে না, ঘুষ খাওয়া চলবে না। আপনারা জনগনের টাকায় চলেন। তাই জনগণের সেবা করাই আপনাদের মূল টার্গেট। মন্ত্রী বলেন যারা স্বাধীন বাংলাদেশে বিশ^াস করেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বিশ^াস করেন, তারা সকলে সোচ্চার থাকবেন। আবার যেন কোন ষড়যন্ত্র না হয়। নাজিরপুরে হিন্দু-মুসলিম বা কোন ধর্ম বৈসম্য থাকবে না, থাকবে না কোন সাম্প্রদায়িকতা। বঙ্গবন্ধুর আদর্শে অসাম্প্রদায়িক রাজনীতি গড়ে তুলতে হবে। শেখ হাসিনার সততা, নিষ্ঠা ও অসাম্প্রদায়িক মানষিকতা যখন দেখি, তখন মনে হয় তিনি বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি হিসাবে আমাদের মাঝে আছেন। তিনি চান একটা সুশাসনের সরকার। যে সরকার এদেশের মানুষের সমস্ত আশা-আকাঙ্খা পরিপূর্ণ করবে। নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান এর সভাপতিত্বে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোশারেফ হোসেন খান, নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান রঞ্জু, কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য আতিয়ার রহমান চৌধুরী নান্নু এবং জেলা পরিষদ সদস্য তুহিন হালদার তিমিরসহ নাজিরপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। এছাড়া নাজিরপুর উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদরাসার প্রধানগনসহ শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ