বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ধলেশ্বরী নদীর পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে, ঝিনাই নদীর পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে ও বংশাই নদীর পানি ৩ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার প্রধান তিনটি নদীর পানি নতুন করে বৃদ্ধি পাওয়ায় জেলাবাসী ৩য় দফা বন্যা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন।
জেলার পূর্বাঞ্চলের উপজেলা বাসাইল, মির্জাপুর ও কালিহাতীর আংশিক এলাকায় প্রায় এক মাস ধরে প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি রয়েছে।
এসব এলাকার ইউনিয়ন পর্যায়ের যোগাযোগ উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। করোনা ও বন্যার কারণে উপার্জন বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছে অসংখ্য মানুষ। জলাবদ্ধতার কারণে এসব এলাকায় দেখা দিয়েছে পানি বাহিত বিভিন্ন রোগ। সরকারিভাবে ত্রাণ তৎপরতা চললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।