প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনাকালীন বৈশ্বিক বিপর্যয়ের কঠিন পরিস্থিতিতে নগরকৃষি হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ এক অনুসঙ্গ। নগরকৃষি একদিকে যেমন নগরের প্রাকৃতিক পরিবেশকে সবুজ-শ্যামল রাখতে সহায়তা করছে অন্যদিকে এটি হয়ে উঠছে নিরাপদ খাদ্যের অনন্য আধার। খ্যাতিমান উন্নয়ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ দীর্ঘদিন ধরেই বাংলাদেশের কৃষির বহুমুখি সম্প্রসারণ ও উন্নয়নে কাজ করে চলেছেন। তিনি ‘৮০’র দশকে বাংলাদেশ টেলিভিশনে কাজী পেয়ারার আবাদ সম্প্রসারণের প্রচারের মধ্য দিয়ে ছাদবাগানে মানুষকে উদ্বুদ্ধ করার কাজ শুরু করেন। গত চার বছর আগে সেই ধারাবাহিকতায় চ্যানেল আইতে শুরু করেন ছাদকৃষি, এর পরবর্তীতে প্রবাসে বাঙ্গালির আঙ্গিনা কৃষি। এই কার্যক্রমে যুক্ত কৃতি নগরকৃষকদের নিয়ে আজ বিকাল ৫ টায় আন্তর্জাতিক নগরকৃষক সম্মেলন ২০২০' শীর্ষক একটি ওয়েব কনফারেন্সের আয়োজন করা হয়েছে। শাইখ সিরাজের সঞ্চালনায় কনফারেন্সে কৃষিমন্ত্রী, কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক, এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর) এর মেয়র আতিকুল ইসলাম, এশীয় উন্নয়ন ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. পারভেজ ইমদাদ। ইউরোপ, আমেরিকা , এশিয়াসহ বিশ্বের নানা প্রান্তের নগরকৃষকদের অংশগ্রহণে কনফারেন্সে নগরকৃষির বৈশ্বিক বিবর্তন, সম্ভাবনা ও ভবিষ্যত পরিকল্পনার রূপরেখা নিয়ে আলোচনা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।