বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জের তাড়াশের রিশান গ্রুপের চেয়ারম্যান আলোচিত সেই ডি জে শাকিল প্রতারণার অভিযোগে গ্রেফতার।
তাড়াশ উপজেলা গেটে অবস্থিত রিশান গ্রুপের নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করেন বগুড়া ডিবি পুলিশ। এ সময় তার আরো দুই সহযোগী রিশান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও একই উপজেলার কুসুম্বি গ্রামের আব্দুল মালেকের ছেলে হুমায়ন কবির লিমন ও এডমিন অফিসার নওগাঁ জেলার সাইফুল ইসলাম নামের এক প্রতারক কেউ গ্রেফতার করে ডিবি পুলিশ।
জানা গেছে, ডি জে শাকিল বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পত্রিকায় সরকারী-বেসরকারী চাকরির চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বেকার যুবকদের কাছ থেকে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। এছাড়াও বিভিন্ন ব্যাংক থেকে ব্যবসা-বাণিজ্য,বাড়ি নির্মানসহ বড় বড় লোন পাইয়ে দেওয়ার কথা বলেও প্রতারণা করে সর্বশান্ত করেছে অনেক মানুষ কে। আর এ কাজে তিনি বিশ্বাস অর্জনের জন্য ব্যবহার করতেন বিভিন্ন এমপি, মন্ত্রীদের নাম। কখনো প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, কখনো সাংবাদিক-সম্পাদকের পরিচয়ে লোকজনকে প্রতারণা ও জালিয়াতির ফাঁদে আটকাতে চালিয়েছেন ব্যাপক প্রচারণা।
অনেকগুলো অনলাইন পত্রিকার প্রতিষ্ঠাতা হিসেবেও লোকজন তার নাম শুনেছে। মানুষের চোখে ভেলকি লাগাতে দেশের প্রায় সব মন্ত্রণালয়ের সিলমোহর, লেটার হেড বানিয়ে নিয়েছিলেন তিনি। চাকরি না পেয়ে প্রার্থীরা টাকা ফেরত চাইলে উল্টো তাদের দেওয়া হতো হুমকি। এছাড়াও ৫৭ টা অনলাইন পত্রিকার মালিক বলে দাবি করতেন ডি জে শাকিল।
ডি জে শাকিল তাড়াশ উপজেলার কৃষক লীগের সভাপতি গোলাম মোস্তফার ছেলে ও তাড়াশ উপজেলা যুবলীগের সহ সভাপতি।
এ ব্যাপারে বগুড়া ডিবি পুলিশের ইন্সপেক্টর ইমরান মাহমুদ তুহিন বলেন, বগুড়াতে প্রতরণা ও ডিজিটাল মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রতারনার কাজে ব্যবহৃত কম্পিউটার সহ বেশ কিছু কাগজ পত্র । জিজ্ঞাসার বাদ শেষে বিস্তারিত জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।