Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনী জমিয়াতুল মোদার্রেছীনের শোক

ফেনী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

ফেনী আলিয়া মাদরাসার সাবেক মুহাদ্দিস শায়খুল হাদীস মাওলানা মো. ইব্রাহীমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দ।
তারা এক বিবৃতিতে বলেন, মাওলানা মো. ইব্রাহীম ছিলেন হাজার হাজার মুহাদ্দিস, মুফাচ্ছির ও গুণিজনের ওস্তাদ, অতুলনীয় ধীমান, বর্ষীয়ান আলেমে দ্বীন। তার মৃত্যুতে দেশ একজন খ্যাতিমান হাদীস বিষারদ ও বড় আলেমকে হারালো।
ফেনী জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি মাওলানা হোছাইন আহমদ ভূঁইয়া’র পিতা মাওলানা মো. ইব্রাহীমের মৃত্যুতে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ফেনী জেলা শাখার পক্ষ থেকে গতকাল গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ