Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভে পুলিশের বাধা

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ দমন ও বিতর্কিত নাস্তিক্যবাদী শিক্ষানীতি বাতিলের দাবীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। আজ শুক্রবার বাদ জুমা স্থানীয় আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করতে গেলে পুলিশ বাধা দেয়। এসময় অনুষ্ঠানের প্রচার গাড়ী, প্রচার মাইক, ব্যানার, ফেস্টুন কেড়ে নেওয়াসহ কঠোর নিরাপত্তা তল্লাশি চালায় পুলিশ। বিক্ষোভ মিছিল করতে না পারলেও আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখা।সমাবেশে জেলা সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব.) মো. ইব্রাহীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা খালেদ সাইফুল্লাহ, জেলা সেক্রেটারি মাওলানা মহি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান সিরাজী, কেন্দ্রীয় ছাত্র নেতা আব্দুর জাহের আরেফী, জেলা ছাত্র সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোন মুসলমান সন্ত্রাসী ও জঙ্গি হতে পারেনা, সন্ত্রাসী ও জঙ্গিবাদী কার্যক্রম আন্তর্জাতিক অপশক্তির চক্রান্তের ফসল। মানুষ তো দূরের কথা একটি পিপীলিকা হত্যা করাও ইসলাম সমর্থন করেনা। ফলে সন্ত্রাস ও জঙ্গিবাদের আড়ালে মুসলিম উম্মাহকে হয়রানি, মসজিদে মসজিদে নজরদারী, খুৎবা নিয়ন্ত্রণ এবং শিক্ষানীতির উপরে অনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবেনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ