Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শোলাকিয়ার ঘটনায় আটক ২ জঙ্গি বন্দুকযুদ্ধে নিহত

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ময়মনসিংহের নান্দাইলে জঙ্গিদের সাথে র্যাবের ‘গুলিবিনিময়ের’ ঘটনায় শোলাকিয়ার ঘটনায় আটক দুই জঙ্গি নিহত হয়েছে। গত রাত সাড়ে ১১টায় নান্দাইল উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ডাংরি ঘোষপালা ইটখোলার কাছে এ ঘটনা ঘটে। এতে শোলাকিয়া ঈদগাহ মাঠে হামলাকারী আটক জঙ্গি শফিউল ওরফে সাইফুল ওরফে ডন ও অজ্ঞাত এক জঙ্গি নিহত এবং র্যাবের তিন সদস্য আহত হন। প্রথমে স্থানীয় সূত্রগুলো দুই জঙ্গি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার কথা বললেও আইন প্রয়োগকারী সংস্থার কোনো দায়িত্বশীল সূত্র এ খবরের সত্যতা স্বীকার করেনি। র‌্যাব-১৪-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মো: শরিফুল ইসলাম দুইজন আহত হওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছেন। অসমর্থিত সূত্রে জানা যায়, গত ঈদুল ফিতরের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের অদূরে জঙ্গি হামলার ঘটনায় শফিউল ওরফে সাইফুল ওরফে ডনকে আহত অবস্থায় আটক করা হয়। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়ার পর গত বৃহস্পতিবার দুপুরে ছুটি দেয়া হয়। র‌্যাবের অধীনে চিকিৎসাধীন থাকা শফিউলকে হাসপাতাল থেকে র‌্যাব নিয়ে যায়। রাতে তাকে নিয়ে কিশোরগঞ্জ যাওয়ার পথে র‌্যাবের সাথে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ