Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসএফের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ থেকে স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলম হোসেন নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (০৫ আগস্ট) ভোরে সীমান্তের পাঁচশ গজ ভেতরে পশ্চিমবঙ্গের নদীয় জেলার বর্ণবাড়ীয়া ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলম হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আব্দুস সামাদ গামার ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮ এর লে. কর্নেল মো. তাজুল ইসলাম জানান, ভোরে মহেশপুর উপজেলার যাদবপুর এলাকায় কয়েকজন গরু ব্যবসায়ী ভারতের অভ্যন্তরে গরু আনতে যান।
এ সময় নদীয়া জেলার বর্ণবাড়ীয়া বিএসএফ সদস্যদের বাধার মুখে পড়ে। একপর্যায়ে বিএসএফের গুলিতে আলম হোসেনের মৃত্যু হয়। পরে তার পড়ে থাকা মরদেহ ফেরত নিয়ে আসেন অন্য গরু ব্যবসায়ীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ