বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুন্দরবনে জেলে নির্যাতনের ঘটনায় বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাউথখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পারভেজসহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নির্যাতিত জেলের মহাজন মো. এমাদুল হক শরীফ বাদী হয়ে বুধবার রাতে শরণখোলা থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামীরা হলেন পারভেজের সহযোগী উপজেলার বকুলতলা গ্রামের মো. নাছির হাওলাদার, সোনাতলা গ্রামের আলম হাওলাদার, জাকির হাওলাদার, মিজান ওরফে শহিদ মৃধা ও তার ভাই পলাশ হাওলাদার।
মামলা সুত্রে জানা গেছে, জেলে মামুন খান গত ৭আগস্ট বগী ফরেস্ট স্টেশন থেকে পাস গ্রহন করে সঙ্গীয় জেলেদের নিয়ে সাগরে মাছ ধরতে যায়। গত ৯ আগস্ট বৈরী আবহাওয়ার কবলে পড়ে জেলেরা নিরাপদে আশ্রয় নেয় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকার বালির খালে। সাগর পাড়ের ওই স্থান তার লিজ নেওয়া বলে দাবী করেন ভাইস চেয়ারম্যান পারভেজ। এরপর ওইদিন বিকেল পাঁচটার দিকে তারা মামুন খানকে মারধর করে তাড়িয়ে দেয়। এসময় ট্রলার থেকে ৩৮টি ইলিশ মাছ ও ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার বাদী এমাদুল হক শরীফ জানান, ঘটনার পরেরদিন ১০আগস্ট সকালে আহত জেলে মামুন খানকে দুর্গম সুন্দরবন থেকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার জেলেদের মারধর করে টাকা ও মাছ লুট করায় তিনি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইন চার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, ওই ঘটনায় বুধবার রাতে ভাইস চেয়ারম্যান পারভেজ ও তার সহযোগীদের নামে মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অপরদিকে, পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, বন বিভাগের অনুমতি ছাড়া সুন্দরবনে মাছ ধরার সময় সোমবার বিকেলে দুইটি নৌকা, ১০টি জালসহ ৯ জেলেকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। আটক জেলেরা শরণখোলার ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের বলে আটককৃতরা জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।