পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পানিতে ডুবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কিশোরগঞ্জে ৪ জন, নোয়াখালী ও গাজীপুরে দুইজন করে, ঠাকুরগাঁও, গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে একজন করে।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে মারা যাওয়া চার শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার জেলার ভৈরব, নিকলী ও পাকুন্দিয়া উপজেলার পৃথক পৃথক স্থান থেকে এ চার লাশ উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হচ্ছে ভৈরব পৌর শহরের কালিপুর গ্রামের খোকন মিয়ার মেয়ে পাপিয়া (৭), ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর গ্রামের আরিজ মিয়ার দেড় বছর বয়সী ছেলে আলভীন, চর শোলাকিয়ার বাসিন্দা মতিউর রহমানের ছেলে আলীমুল ইসলাম ওরফে তাসনিমও পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া মুন্সিবাড়ি গ্রামের দ্বীন ইসলামের ছেলে মোহাম্মদ আল ফাহাদ (১১)।
নোয়াখালী : নোয়াখালীর চাটখিলে পুকুরের পানিতে ডুবে হুমায়রা (৪) ও মাজেদ (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের তারাখাঁর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে বিলে শাপলা তুলতে গিয়ে ফাতেমা ওরফে রিয়ামনি (১১) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১২ টার দিকে উপজেলার লোহাইড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়ামনি একই গ্রামের মাসুদ মোল্লার মেয়ে। সে বাটিকামারী উচ্চ বিদ্যারয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল ।
গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঝেঞ্জিচালা এলাকায় পুকুরের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে মৌচাক পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে বাড়ির পাশে ৪ বন্ধু গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হাকিম (১৪) ও মোস্তাকিন হোসেন (১০) উপজেলার ঝেঞ্জিচালা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালীতে বানের পানিতে ডুবে আবু তালহা নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরবিনানুই গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া আবু তালহা ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে কুলিক নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জামাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া দিলগাও গ্রামে গতকাল দুপুর দেড়টার দিকে। জামাই আনোয়ার হোসেন (৩৫) একই উপজেলার ৫ নং হরিপুর সদর ইউনিয়নের মিনাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে এবং ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া দিলগাও গ্রামের মৃত জামালের জামাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।