বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় এক আইনজীবী সহকারীকে (মুহুরি) ভ্রাম্যমান আদালতে সাজা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি বিঞ্চুপদ পাল। সিল সহি জাল করে কাগজপত্র করে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে তাকে এই সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্ত মুহুরি সৈয়দ রিয়াছাত আলী (৪৫) সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার মৃত সাজ্জাত আলীর ছেলে।
ভ্রাম্যমান আদালতের পেশকার জগদীশ চন্দ্র জানান, জেলার কলারোয়া উপজেলার খোর্দ্দ গ্রামের শাহাজান গাজীর ছেলে হযরত আলী বৃহস্পতিবার (আজ) সকালে এনডিসি বিঞ্চুপদ পালের কাছে অভিযোগ করেন যে, মুহুরি সৈয়দ রিয়াছাত আলীর কাছে কিছুদিন আগে জমির কাগজপত্র তোলার জন্য টাকা দেওয়া হেয়। এরপর মুহুরি তাকে কাগজপত্র দিলে পরবর্তীতে সেটি জাল বলে প্রমাণিত হয়। ওই মুহুরি রেকর্ড রুমের কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের সিল সহি জাল করে তাকে জমির কাগজপত্র দেয়। এই অভিযোগের সত্যতা পাওয়ার পর মুহুরি সৈয়দ রিয়াছাত আলীকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয় এবং তিনি দোষ স্বীকার করার পর আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।