পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : ঋণের সুদহার যৌক্তিক পর্যায়ে আনার নির্দেশনা আসছে। শিগগিরই তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের এসএমই বিভাগ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণের সুদহার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার এ উদ্যোগ নিয়েছে। এ ঋণের ক্ষেত্রে বেপরোয়া সার্ভিসচার্জও কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। চলতি মাসে এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি পূর্ণাঙ্গ আকারে জারি করা হবে। জানা গেছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বিতরণে উচ্চসুদ রাখছে ব্যাংকগুলো। বিভিন্ন সময় নানান দিক-নির্দেশনা দেয়ার পরও তা থামছে না। পাশাপাশি বিভিন্ন রকমের সার্ভিসচার্জ কাটা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ রকমের সার্ভিসচার্জের পরিবর্তে এখন থেকে ৬ রকমের সার্ভিসচার্জ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ঋণ বিতরণের খরচের সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ সুদ নেয়া যাবে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার তৃতীয় দফায় দেশে কার্যরত ২৬টি সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ। বৈঠকে সভাপতিত্ব করেন এসএমই বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়। এ সময় ২৬ ব্যাংকের এসএমই বিভাগের প্রতিনিধিসহ ব্যাংকের ঊর্ধŸতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুধবার বৈঠকে অংশ নেয়া ব্যাংকগুলোর মধ্যে- এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, হাবিব, সিটি ব্যাংক এনএ, পূবালী, রূপালী, প্রাইম, প্রিমিয়ার, ইউসিবিএল, ন্যাশনাল, স্ট্যান্ডার্ড, উত্তরা, ইসলামী, শাহজালাল ইসলামী, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ আরো কয়েকটি। আগে দুই দফায় ৩০ ব্যাংকের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ। এতে ঋণের উচ্চ সুদহার ও বেপরোয়া সার্ভিসচার্জ যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর মতামত জানতে চাওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।