Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএসইর নির্দেশনা

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্রোকাজের হাউসগুলোকে সাইবার নিরাপত্তা নির্ধারণের নির্দেশনা দিয়েছে। স¤প্রতি ডিএসই’র আইটি বিভাগ থেকে ইস্যু করা এ নির্দেশনা ডিএসই’র সকল স্টেক হোল্ডারদের কাছে পাঠানো হয়। এই নির্দেশনায় প্রযুক্তিপণ্যগুলোর ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে সার্ভার, সিসি টিভি, ডাটাবেজ ও নেটওয়ার্কের ব্যবহারে বিস্তারিত নির্দেশনা দেয়া হয়। ইস্যুকৃত নির্দেশনায় সব ধরনের কম্পিউটার (ল্যাপটপ ও ডেক্সটপ), সার্ভার নিরাপত্তা, নেটওয়ার্কের নিরাপত্তা এবং তথ্য ও ব্যাক-আপ সার্ভিসের ব্যাপারে বিস্তারিত কর্মপন্থা দেয়া হয়। সাইবার নিরাপত্তায় স্টেক হোল্ডারদের কাছে পাঠানো এ নির্দেশনায় বিস্তারিতভাবে সকল বর্ণনা তুলে আনা হয়। সার্ভার ব্যবস্থাপনায় সিসি টিভি ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে নিরাপদ স্থানে রাখা এবং সিসি টিভির রুমে অনুমোদিত ব্যক্তির বাইরে কাউকে প্রবেশ না করার নির্দেশনা দেয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রতি এক মাস পরে সকল ধরনের পাসওয়ার্ড পরিবর্তন করার নির্দেশনাও দেয়া হয়। সব ধরনের সার্ভারে ইউপিএস ও পাওয়ার ব্যাক-আপ রাখার কথাও নির্দেশনায় বলা হয়। নেটওয়ার্কের ক্ষেত্রে কোনো অ-অনুমোদিত সফটওয়্যার ব্যবহার করা যাবে না, ম্যালওয়্যার বা কোনো ঝুঁকি দেখার সঙ্গে সঙ্গে এ সম্পর্কিত সফটওয়্যার মুছে ফেলতে হবে এবং সব ধরনের যোগাযোগের ক্ষেত্রে নিরাপদ যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে বলা হয়। নির্দেশনায় সব ধরনের সেবায় পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে এক মাসের ডেড-লাইন, অ-অনুমোদিত যন্ত্রাংশ ব্যবহার থেকে বিরত থাকা, বৈধ এন্টিভাইরাস ও সফটওয়্যার ব্যবহার এবং নির্দিষ্ট ব্যক্তির বাইরে অন্য কাউকে কোনো সাইবার যন্ত্রাংশ ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা অনুযায়ী, লেনদেনের কাজে ব্যবহার হওয়া ল্যাপটপ, ডেক্সটপকে সতর্কভাবে ব্যবহার করতে পরামর্শ দেয়া হয়। এর পাশাপাশি কম্পিউটারে ব্যবহৃত সব ধরনের লাইসেন্সড (বৈধভাবে কেনা) সফটওয়্যার ব্যবহার করতে বলা হয়। নিরাপদ পাসওয়ার্ড ও দায়িত্বশীলদের বাইরে পাসওয়ার্ড না দেয়ার ব্যাপারেও কড়া নির্দেশনা দেয়া হয়। ব্যবহৃত কম্পিউটারে স্বয়ংক্রিয় লক (অটো লক) এবং লেনদেনের সময় অতিক্রান্ত হওয়ার পর সবধরনের কম্পিউটার ডিভাইস বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএসইর নির্দেশনা

৫ আগস্ট, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ