Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রমিক কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা দিল দুই প্রতিষ্ঠান

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : দুটি উৎপাদনশীল প্রতিষ্ঠান শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের ৯ কোটি ৭৬ লাখ টাকা জমা দিয়েছে। লভ্যাংশ দেয়া দুই প্রতিষ্ঠানের একটি হচ্ছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এবং অপরটি ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো। মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা তাদের এ লভ্যাংশের চেক হস্তান্তর করেন। শ্রম সচিব মিকাইল শিপার ও উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যমুনা অয়েল কোম্পানির উপব্যবস্থাপক (অর্থায়ন) নাজমুল হক প্রতিমন্ত্রীর হাতে তিন কোটি ১৯ লাখ এবং ব্রিটিশ-আমেরিকার টোব্যাকোর পরামর্শক (কর্পোরেট অ্যাফেয়ার্স) আখতার এ খান ৬ কোটি ৫৭ লাখ টাকার চেক হস্তান্তর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিক কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা দিল দুই প্রতিষ্ঠান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ