Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজস্ব আয় বাড়াতে বিকল্প নেই কর সচেতনতা তৈরির

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : রাজস্ব আয় বাড়াতে বিকল্প নেই কর সচেতনতা তৈরির। এজন্য জনগণের মধ্য থেকে করভীতিও দূর করতে হবে। এর জন্য করদাতা ও কর সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। সম্প্রতি রাজধানীর অবকাশ হোটেলে কর বিষয়ে দুদিনব্যাপী এক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘বাজেট-পরবর্তী আয়কর ও ভ্যাটের ওপর বুনিয়াদি প্রশিক্ষণ’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইনস্টিটিউট (বিটিটিআই)। বিটিটিআই পরিচালক ও প্রধান নির্বাহী শ্যামল চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য ও এডিআরের ফ্যাসিলিটেটর সৈয়দ আমিনুল করিম এবং এনবিআরের ট্যাক্সেস এপিলেট ট্রাইব্যুনালের সদস্য রঞ্জন কুমার ভৌমিক বক্তব্য রাখেন। আয়কর আইনজীবী, ব্যাংক, ইন্স্যুরেন্স, বহুজাতিক কোম্পানি, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), ওষুধ কোম্পানিসহ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে সৈয়দ আমিনুল করিম কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজস্ব আয় বাড়াতে বিকল্প নেই কর সচেতনতা তৈরির
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ