Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল থেকে ‘নিয়মিত’ হচ্ছে হাইকোর্ট

আঠারো বেঞ্চ পুনর্গঠন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

আগামীকাল বুধবার থেকে বসছে হাইকোর্টের নিয়মিত বেঞ্চ। শারীরীকভাবে উপস্থিত হয়ে বিচারপতিগণ বিচার কার্য পরিচালনা করবেন। এ লক্ষ্যে গতকাল সোমবার ১৮টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। এ সময় ভার্চুয়াল বেঞ্চেও বিচার কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভুইয়া স্ব্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতির মধ্যেই ১২ আগস্ট,বুধবার থেকে হাইকোর্ট বিভাগে শারীরিক উপস্থিতির মাধ্যমে ১৮টি বেঞ্চে বিচার কাজ শুরু হবে। তবে করোনা বিবেচনায় শারীরিক উপস্থিতির পাশাপাশি ভার্চুয়াল পদ্ধতিতেও হাইকোর্টের ৩৫টি বেঞ্চে বিচার কার্যক্রম চলবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বেঞ্চ গঠন করে দিয়েছেন। পুনর্গঠিত বেঞ্চে বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ বসবেন একটি ডিভিশন বেঞ্চে। বিচারপতি মো. আতাউর রহমান খান, বিচারপতি শেখ আবদুল আউয়াল, বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি একেএম আবদুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি বোরহান উদ্দীন ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হক, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এএসএম আব্দুল মোবিন, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার, বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো.খায়রুল আলম, বিচারপতি মো.রূহুল কুদ্দুস ও বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি মো.খসরুজ্জামান ও বিচারপতি মো.মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি মো.খুরশীদ আলম সরকার, বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এসব বেঞ্চে বিচার কার্যক্রম পরিচালনা করবেন। নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে তারা সশরীরে আদালতে বসবেন। বিচারপ্রার্থী,সংশ্লিষ্ট আইনজীবী এবং সহায়ক কর্মকর্তা-কর্মচারিগণও স্বাস্থ্য বিধি মেনে নিজ নিজ দায়িত্ব সম্পাদন করবেন।
উল্লেখ্য,গত ২৬ মার্চের পর ৫ মাস বন্ধ ছিলো নিয়মিত আদালতের কার্যক্রম। এ সময় ভিডিও লিংকের মাধ্যমে শারীরীক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল বেঞ্চে বিচার কার্যক্রম চালু রাখা হয়। কিন্তু বিচারপ্রার্থীদের দুর্ভোগ এবং আইনজীবী সমিতির অব্যাহত অনুরোধের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট প্রশাসন নিয়মিত আদালত চালুর সিদ্ধান্ত নেয়। এ সময় ভার্চুয়াল বেঞ্চও চালু থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ