Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনহা হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবিতে উত্তাল ফেইসবুক

শাহেদ নুর | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২০, ৫:৪৬ পিএম

সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান গত ৩১ জুলাই কক্সবাজার টেকনাফে পুলিশের গুলিতে নিহত। এই ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী চলছে তোলপাড়। সিনহা হত্যাকান্ডের নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকও। সেখানে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে নেটিজেনরা।

মুক্তিযোদ্ধা ফজলুল হক লিখেন, ‘এই দিনটি দেখার জন্য কি আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম? পত্রিকার মাধ্যমে যা জানতে পারলাম, তাতে ওই পুলিশ অফিসারদের কাজ কর্ম পাক হানাদারদের চেয়ে ভয়ংকর ও নিশংস। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’

আলমগীর কবির খান লিখেন, ‘বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীসহ প্রতিটি বাহিনীর অবদানই অনস্বীকার্য৷ প্রধান এই দুই বাহিনীর মাঝে কোন সংঘাত হউক, তা কখনোই চাইনা। ব্যাক্তির অপরাধ পুরো বাহিনীর নয়, কোন বাহিনীর অপরাধ পুরো দেশের নয়৷ প্রশাসনিক সহযোগিতায় সঠিক অপরাধী উপযুক্ত শাস্তি দাবি করছি।’

মাহমুদুল হাসান লিখেন, ‘যে দেশে একজন সাবেক সেনা অফিসারকে পাখির মতোন গুলি করে মারা হয়,সেখানে আমরা সাধারণ মানুষ তো পিপড়ের সমতুল্যও নই।’

মেজর সিনহাকে শহীদ আখ্যায়িত করে এমডি সাগর তার ফেইসবুকে লিখেন, ‘শহীদ মেজর সিনহাকে নির্মমভাবে হত‍্যা করায় আমরা বাংলাদেমের ষোল কোটি মানুষ এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শহীদ মেজর সিনহার হত‍্যাকারী নরপিচাশ পুলিশ লিয়াকত ও প্রদীপসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত আছে, অনতিবিলম্বে তাদের ফাঁসি চাই।’

দেলোয়ার হোসাইন লিখেন, ‘এইরকম আরও অনেক প্রদীপ আছে তাদেরকে খুঁজে বের করা হউক এইটা সময়ের দাবি?’

‘দোষীদের ফাঁসি বা ক্রসফায়ার দিতে হবে। আর কক্সবাজারে ইয়াবা কারবারী সাজিয়ে অনেক নিরীহ লোককে পুলিশ হত্যা করেছে। তার সুষ্ঠ তদন্ত করে দোষীদের দৃষ্টান্ত শাস্তি দিতে হবে।’ - দাবি আলমগীর প্রিন্সের।

উল্লেখ্য, গত ৩১ জুলাই কক্সবাজার টেকনাফে ঘটে যাওয়া এ ঘটনায় বরখাস্ত ওসি প্রদীপসহ সাত আসামী কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল আদালতে আত্মসমর্পণ করেন। মামলার শুনানিতে র‌্যাবের পক্ষে প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ডের আবেদন করলে আদালত ওসি কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত হোসেন এবং এসআই নন্দ দুলাল রক্ষিতের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি ৪ জনকে কারা ফটকে দুই দিন করে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। এছাড়াও এই মামলায় পলাতক থাকা অপর ২ আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এদিকে এই ঘটনা সংশ্লিষ্ট বেশ কিছু অডিও ফাঁস হয়েছে।



 

Show all comments
  • fastboy ১০ আগস্ট, ২০২০, ৭:২১ পিএম says : 0
    এইরকম আরও অনেক প্রদীপ আছে তাদেরকে খুঁজে বের করা হউক এইটা সময়ের দাবি?’যে দেশে একজন সাবেক সেনা অফিসারকে পাখির মতোন গুলি করে মারা হয়,সেখানে আমরা সাধারণ মানুষ তো পিপড়ের সমতুল্যও নই।’ পত্রিকার মাধ্যমে যা জানতে পারলাম, তাতে ওই পুলিশ অফিসারদের কাজ কর্ম পাক হানাদারদের চেয়ে ভয়ংকর ও নিশংসঅনতিবিলম্বে তাদের ফাঁসি চাই।
    Total Reply(0) Reply
  • milon ১০ আগস্ট, ২০২০, ৭:৩৪ পিএম says : 0
    এইরকম আরও অনেক প্রদীপ আছে তাদেরকে খুঁজে বের করা হউক এইটা সময়ের দাবি?’যে দেশে একজন সাবেক সেনা অফিসারকে পাখির মতোন গুলি করে মারা হয়,সেখানে আমরা সাধারণ মানুষ তো পিপড়ের সমতুল্যও নই।’অনতিবিলম্বে তাদের ফাঁসি চাই।’
    Total Reply(0) Reply
  • ALI MOHAMMAD ১০ আগস্ট, ২০২০, ৯:৩৭ পিএম says : 0
    O C Prodip O Liakoter Joto Oboydo Shomptty, Major Sinhar Poribar K Dewa Houk.O Ader Mirto Dondo Karzo Kor Kora Houk
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনহা হত্যা

৩০ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ