Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কালীগঞ্জে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১০

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া নামক স্থানে বৃহস্পতিবার দুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। এরমধ্যে ৫ জন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, কালীগঞ্জের তৈলকূপ গ্রামের আক্তার হোসেনের ছেলে আসিব (৬), ঝিকতি গ্রামের রবিউল ইসলামের স্ত্রী পারুল (৪৭),এড়ালদা গ্রামের আব্দুল মজিদের ছেলে সাইফুল ইসলাম, সুটিয়া গ্রামের রবিউল ইসরামের মেয়ে ফারিয়া (১৮), কোটচাঁদপুরের সঞ্চয় কর্মকারের মেয়ে টুম্পা (১৯), খিলগাতি গ্রামের খোদাবক্স মৃধার ছেলে মনিরুজ্জামান (৭৪) সহ ১০ জন। কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান হোসেন জানান, দুপুর ১টার দিকে কালীগঞ্জে বেজপাড়া নামক স্থানে ঝিনাইদহ থেকে খুলনাগামী রুপসা পরিবহনের একটি বাসের (পটুয়াখালী-ব-১১-০০০৯) সাথে ঝিনাইদহ গামী ট্রাকের (খুলনা মেট্রো-ট- ১১-০৯৫২) মুখোমুখি সংঘর্ষ হয়। এময় ট্রাকের চালক ও হেলপার, বাসের চালক ও হেলপারসহ ১০জন আহত হন। খবর পেয়ে কালীগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ