Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে ট্রাক কেড়ে নিল ২ জনের প্রাণ

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জ সদরে ট্রাকের ধাক্কায় ২ যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মান্দারতলায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান।নিহতরা হলেন গোপালগঞ্জ শহরের কুয়াডাঙ্গা মুন্সিপাড়া এলাকার শহর আলীর ছেলে হায়দার আলী (২৮) ও আব্বাস কাজীর ছেলে জসিম কাজী (২৫)। তাদের লাশ সদর হাসপাতালে রয়েছে। আহতরা হচ্ছেন সঞ্জয় ঢালী ও শামীম শেখ।
আহত সঞ্জয়কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও শামীমকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি সেলিম বলেন, ঔ ৪ যুবক মান্দারতলায় বিকল একটি পিকআপ মেরামত করছিলেন। এ সময় একটি ট্রাক দিক হারিয়ে তাদের ধাক্কা দিলে হায়দার ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে জসিমের মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ