বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অপহরণের শিকার হওয়া দুই মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ আসামীকে গ্রেপ্তার করে শুক্রবার বিকেলে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।
উপজেলার জাটিয়া ইউনিয়নের পানান গ্রামের (১৩) ও (১৫) বছর বয়সী দুই মাদ্রাসা শিক্ষার্থীকে চানানুর খাওয়ানোর কথা গত মঙ্গলবার তুলে নিয়ে যায় পানান গ্রামের আলাল উদ্দিনের ছেলে আলী আকবর (২২), তার ভাই শাহ নেওয়াজ ও শহীদ মিয়ার ছেলে রুবেল মিয়া (২১)। দুই ছাত্রী বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ছাত্রীদের পরিবার জানতে পারে তাদের মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। ওই অবস্থায় বিষয়টি ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে অবহিত করে। পুলিশ আলী আকবর ও রুবেলকে আটক করলে ঘটনার সত্যতা পায়। পরে পুলিশ তাদের নিয়ে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের নারিকেলতলী এলাকার একটি বাসা থেকে দুই কিশোরী মেয়েকে উদ্ধার করে। সেখান থেকে আটক করা হয় শাহ নেওয়াজকে।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে থানায় অপহরণের অভিযোগ এনে ৩ জনকে আসামী করে মামলা করেন। শুক্রবার বিকেলে অপহরণের অভিযোগে গ্রেপ্তার হওয়ায় আলী আকবর তার ভাই শাহ নেওয়াজ এবং রুবেলকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।