বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২৪ ঘন্টায় ২জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে করোনাভাইরাসে। এনিয়ে বিভাগে মারা গেছেন ১৫১ জন। তারা সুনামগঞ্জ ও হবিগঞ্জের বাসিন্দা। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১০৬ জন বিভাগে। এদের মধ্যে সিলেট ৪১ জন, মৌলভীবাজারের ৩৬, সুনামগঞ্জে ১৭, ও হবিগঞ্জে ১২ জন। ওই সময়ে বিভাগে সুস্থ হয়েছেন ৬৭জন।
বৃহস্পতিবার (৬আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ২৯৭ জন বেড়ে দাঁড়িয়েছে। এর মধ্যে সিলেট ৪ হাজার ৪৭৫, মৌলভীবাজারে ১ হাজার ৪৬, সুনামগঞ্জে ১ হাজার ৫৫০ ও হবিগঞ্জে ১ হাজার ২২৬ জন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বিভাগের ৩ হাজার ৭৬৬ জন রোগী। এরমধ্যে সিলেট ১ হাজার ১৫৫, মৌলভীবাজারে ৬২৮, সুনামগঞ্জে ১ হাজার ১৮৯ ও হবিগঞ্জে ৭৯৪ জন। বিভাগে করোনাভাইরাসে মারা গেছেন ১৫১ জন। এরমধ্যে সিলেট ১১১, মৌলভীবাজারে ১৩, সুনামগঞ্জে ১৬ ও হবিগঞ্জে ১১জন। করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে বিভাগের ১ হাজার ১৮৬ জন বিভিন্ন হাসপাতালে আছেন চিকিৎসাধীন। এরমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩৩ জন, বাকিরা হাসপাতালে ভর্তি আছেন উপসর্গ নিয়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।