Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরে পানি দেখতে গিয়ে নৌকা উল্টে যুবকের মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ৫:১৫ পিএম

ময়মনসিংহের ফুলপুরে পানি দেখতে ঘুরতে গিয়ে নৌকা উল্টে মুহিব্বুল্লাহ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধায় উপজেলার ছনধরা ইউনিয়নের কুলিরকান্দা উল্লা বিলে এ ঘটনা ঘটে। নিহত মুহিব্বুল্লাহ মেরীগাই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

জানা যায়, ফুলপুর উপজেলার হরিনাদী মেরীগাই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মুহিব্বুল্লাহ সহ ৬ বন্ধু মিলে বুধবার সন্ধ্যায় ছনধরা ইউনিয়নের কুলিরকান্দা উল্লা বিলে পানি দেখতে যায় এবং সেখানে গিয়ে ৬ বন্ধু নৌকায় ঘুরতে বের হন। পরে তারা উল্লা বিলের মাঝে পৌঁছলে প্রবল বাতাসের মুখে পড়ে তাদের নৌকাটি। এসময় মাঝি নৌকার তাল ঠিক রাখতে ব্যর্থ হলে নৌকাটি উল্টে যায়। এসময় ৫ বন্ধু সাতরে চলে আসলেও মুহিব্বুল্লাহ পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে সংবাদ পেয়ে তার পরিবারের ও স্থানীয় লোকজন মিলে বিলে জাল ফেলে খোঁজতে থাকে। অনেক খোঁজাখুজির পর রাত ২ টার দিকে বিল থেকে মুহিব্বুল্লাহর লাশ উদ্ধার করে লোকজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ