Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবরি মসজিদে রাম মন্দির নির্মাণ মুসলমানের হৃদয়ে কুঠারাঘাত বাংলাদেশ খেলাফত আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২০, ৭:৩২ পিএম

বাবরি মসজিদের স্থানে অবৈধভাবে মন্দির নির্মাণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর। তিনি বলেছেন, বর্তমান ভারত সরকার একটি সাম্প্রদায়িক সরকার। সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী সরকার জোরপূর্বক এবং ক্ষমতার অপব্যবহার করে বাবরি মসজিদ ভেঙ্গে মসজিদের জায়গায় মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুসলমানদের হৃদয়ে কুঠারা আঘাত করেছে। মুসলিম বিশ্ব কখনো মোদীর এ ঘৃনিত কাজকে বরদাশত করবে না। আল্লাহর ঘর মসজিদ যেখানে হয়, কিয়ামত পর্যন্ত সে জায়গা মসজিদের হুকুমেই থাকবে। শতবছর পরে হলেও মুসলমানরা তুরস্কের আয়া সোফিয়ার ন্যায় আবার বাবরি মসজিদের স্থানে মসজিদই নির্মাণ করবে ইনশাআল্লাহ। তিনি বাবরি মসজিদ রক্ষায় বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানান।

আজ বিকেলে কামরাঙ্গীরচরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের এক বৈঠকে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। এতে আরো বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মুফতি আফম আকরাম হুসাইন মাষ্টার আনসার উদ্দিন ও মুফতি আবুল হাসান প্রমুখ।

মাওলানা শাহ আতাউল্লাহ আরো বলেন, শুধু বাবরি মসজিদ নয়, ভারতের বিভিন্ন স্থানে উগ্র হিন্দুরা অসংখ্য মসজিদ ভেঙ্গে তদস্থলে মন্দির নির্মাণ করছে, আর সরকার গুন্ডাদের ধন্যবাদ ও মদদ দিচ্ছে। যা মুসলিম বিশ্ব মেনে নিতে পারে না। সরকারের এ ঘৃনিত পদক্ষেপ ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাবে এবং মোদী ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে। মসজিদের জায়গায় মন্দির হলে মোদী সরকারের পতন হবে এবং ভারত টুকরো টুকরো হয়ে যাবে। হিন্দুত্ববাদের এ চক্রান্তের বিরুদ্ধে বিশ্ববাসিকে রুঁখে দাঁড়াতে হবে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ খেলাফত আন্দোলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ