Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের রাজিবপুরে বজ্রপাতে বাবা নিহত ও ছেলে আহত

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২০, ৭:২৭ পিএম

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে বজ্রপাতে নিহত হয়েছে গোলাম হোসেন (৫৫) এবং আহত হয়েছে তার পুত্র সাইজুল ইসলাম (৩৫)। মাছ ধরতে গিয়ে পিতা ও পুত্রের এই দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কোদালকাটি ইউনিয়নের সাজাই সরকার পাড়ায় বাবা ও ছেলে দুইজন মিলে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যায়। সে সময় তাৎক্ষণিক সেখানে প্রচন্ড ঝড় ও বজ্রপাত হয়। এতে গোলাম হোসেন (৫৫) ও তার ছেলে সাইজুল ইসলাম (৩৫) গুরুতর আহত হন। ঘটনার পরপরই এলাকাবাসীরা দ্রুত বাবা ও ছেলে দুজনকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গোলাম হোসেনকে মৃত ঘোষনা করেন। ছেলে সাইজুলকে চিকিৎসা দেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ