Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বজনপোষণ বিতর্কে যা বললেন আনুশকা শর্মা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২০, ৫:১৪ পিএম

গেল কয়েকমাস ধরে স্বজনপোষণ বিতর্কে সরগরম বলিউড। এই নিয়ে বলিউড এখন কার্যত দুইভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ স্বজনপোষণের পক্ষে, আবার কেউ বিপক্ষে। তারকাদের একে অপরের মধ্যে চলছে কাঁদা ছোড়াছুড়ি। বিষয়টি নিয়ে এতদিন কোনো মন্তব্য না করলেও অবশেষে মুখ খুললেন অভিনেত্রী ও প্রযোজক আনুশকা শর্মা।

এক সাক্ষাৎকারে আনুশকাকে স্বজনপোষণ নিয়ে প্রশ্ন করা হলে এর জবাবে অকপটে অভিনেত্রী বলেন, 'আমাকে যে এই প্রশ্ন করা হবে তা আমি আশাও করিনি। বলিউডের প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীদের নিজস্ব কোনো জার্নি বা অভিজ্ঞতা থাকে। আমাকে বলিউডে লঞ্চ করেছে যশ রাজ ফিল্মসের পরিচালক আদিত্য চোপড়া। আমি বহিরাগত হওয়া সত্ত্বেও উনি আমাকে বড় একটি প্রজেক্টে সুযোগ দিয়েছেন। তবে শুধু আমাকেই নয়, পরিনীতি চোপড়া ও রণবীর সিংকেও উনিই ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছেন।'

ওই সাক্ষাৎকারে আনুশকা আরও বলেন, 'আমি আদিত্য চোপড়াকে অনেক সম্মান করি। কেননা উনি অভিনেত্রীদের সুযোগ দিয়েছেন। আমার অভিজ্ঞতা হয়ে গিয়েছিলো 'ব্যান্ড বাজা বারাত' সিনেমা দিয়ে যখন আমার জীবনে পরিবর্তন আসতে শুরু করে। এটা সত্যি যে, তুমি যদি ভালো অভিনয় করো তাহলে তোমার সঙ্গে সবাই কাজ করতে চাইবে। আর তুমি যদি সেটা না পারো তাহলে কেউ তোমাকে কাজে নিবে না অর্থাৎ কাজ করতে চাইবে না।'

আনুশকার কথায়, 'এটা একটা ব্যবসা। সবাই চাইবে নতুন কিংবা পুরাতনদের সুযোগ দিয়ে হিট সিনেমা বানাতে। যেমন বলিউডের সফল অভিনেতা শাহরুখ খান। তিনি একজন বহিরাগত হয়েও নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। এমনকি সাফল্যের শীর্ষে অবস্থান করছেন। তার সঙ্গে কে না কাজ করতে চাইবে?'

আমি আমার অভিজ্ঞতা থেকে এসব কথা বললাম, আর সবার অভিজ্ঞতা একরকম হয়না। তাই আমি অন্য কারো অভিজ্ঞতা নিয়ে কথা বলতে চাই না। আমাকে যারা সুযোগ দিয়েছেন এবং ইন্ডাস্ট্রিতে এনেছেন তাদের সবাইকে আমি শ্রদ্ধা করি। যোগ করে বলেন আনুশকা শর্মা।

কাজের ক্ষেত্রে আনুশকাকে সবশেষ দেখা গিয়েছে 'জিরো' সিনেমাতে। সিনেমাটি বক্স অফিসে মুখে থুবড়ে পড়লে এরপর নতুন আর কোনো প্রজেক্টে যুক্ত হননি তিনি। অভিনয় থেকে দূরে থাকলেও নিয়মিত প্রযোজনা করে যাচ্ছেন নায়িকা। এরই মধ্যে তার প্রযোজনা সংস্থার ব্যানারে ওয়েব সিরিজ 'পাতাল লোক' ও 'বুলবুল' সিনেমা নির্মিত হয়েছে। যা মুক্তির পর থেকেই দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ