Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহেশপুরে বিয়ের দাবীতে ২ সন্তানসহ এক নারীর অবস্থান

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২০, ৪:১০ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামে বিয়ের দাবী নিয়ে নাতাশা খাতুন নামে এক নারী তার ২ সন্তান নিয়ে প্রতারক প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান করছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বেগতিক দেখে প্রতারক প্রেমিক আব্দুর রহমান বাড়ি থেকে পালিয়ে গেছে। এলাকাবাসী জানিয়েছে শৈলকুপা উপজেলার পৌরসভার মালী পাড়া এলাকার লিয়াকত আলীর মেয়ে স্বামী পরিত্যাক্তা নাতাশা খাতুন (৩০) ৬ বছর আগে থেকে ঝিনাইদহ শহরে দুই সন্তান নিয়ে বসবাস করতেন। এ সময় মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের ইব্রাহিম মাষ্টারের ছেলে আব্দুর রহমানের সাথে নাতাশার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে আব্দুর রহমান ভুয়া কাবিন করে নাতাশার সাথে বিয়ে করেন। সে সময় তার আগের স্বামীর দুই সন্তান কে বিদ্যালয়ে ভর্তি করে দেন আব্দুর রহমান। ভর্তির খাতাপত্রে পিতার নাম আব্দুর রহমান লেখা হয়। সেই থেকে ৬ বছর ধরে নাতাশার সাথে ঘর সংসার করে আসছে আব্দুর রহমান। নাতাশার সঙ্গে ঘর সংসার করা অবস্থায় আব্দুর রহমান ঝিনাইদহ শহরের আরো এক মেয়ের সাথে সম্পর্ক গড়ে তোলে । সম্পর্কের বিষয়ে নাতাশা জানতে পেরে আব্দুর রহমানের সাথে কথাকাটাকাটি হয়। এ নিয়ে আব্দুর রহমান ঝগড়ার মধ্যে নাতাশার সাথে ভুয়া কাবিন করে বিয়ে করেছে বলে জানায়। কাজী অফিসে গিয়ে নাতাশা কোন কাবিন নামা না পেয়ে সোমবার দুপুরেই দুই সন্তান নিয়ে মহেশপুরের মারাধরপুর গ্রামের ইব্রহিম মাষ্টারের বাড়ীতে ওঠে। নাতাশার যাওয়া দেখে আব্দুর রহমান বাড়ী থেকে সটকে পড়েছে। এ বিষয়ে মহেশপুর থানার তদন্তকারী কর্মকর্তা এস আই সঞ্জয় জানান, ঘটনাটি শুনার পর আমি মালাধরপুর গ্রামে যেয়ে ওই মহিলাকে থানায় আসতে বলি । তিনি এসে আব্দুর রহমানসহ তিন জনের নামে একটি অভিযোগ পত্র দিয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ