Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি

বানভাসিদের দুর্ভোগ কমেনি

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২০, ৩:০১ পিএম

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমারসহ ১৬টি নদনদীর পানি কমতে শুরু করেছে। ফলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। আাজ মঙ্গলবার সকালে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ৫ সেন্টিমিটার ও ধরলার পানি কুড়িগ্রাম ব্রীজ পয়েন্টে ১৪ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে বইছে। ফলে ধরলা ও ব্রহ্মপুত্র অববাহিকার ৫৬টি ইউনিয়নের প্রায় সাড়ে ৩লাখ মানুষের দূর্ভোগ কমেনি।বিভিন্ন উঁচু স্থানে ও রাস্তায় আশ্রিতরা বাড়িতে ফিরতে শুরু করলেও এখনও তাদের বাসস্থান থাকার উপযোগি হয়নি। দফায় দফায় বন্যার কারণে গবাদীর পশুর খাদ্য সংকট ও রোগ ব্যাধি নিয়ে বিপাকে পড়েছে বানভাসীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা পরিস্থিতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ