Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭ পর্বের ধারাবাহিক নাটক চড়া তালুকদার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২০, ১:০৪ পিএম

৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘চড়া তালুকদার’ বাংলাভিশনে প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ৮টা ৪০মিনিটে। নাটকটি পরিচালনা করেছেন আদিবাসি মিজান। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নাদিয়া, উর্মিলা, আরফান, সাজু খাদেম প্রমুখ। নাম তার পরান তালুকদার। পৈত্রিক সূত্রে বিষয় সম্পত্তি যেমন পেয়েছে তেমনি পেয়েছে বদরাগী মেজাজ। পান থেকে চুন খসলেই তুলকালাম কান্ড বাঁধানো তার স্বভাব। দেখা গেল- বিকেলে হাটার জন্য বের হয়েছে, বেখেয়ালে উঁচু মাটিতে হোঁচট খেয়েছে এটা নিয়ে সে বাড়ির কাজের লোকদের উপর চোটপাট করছে, রাস্তার মাটি উঁচু কেন? এখন ঠিক কর দরকার হলে মিস্ত্রি এনে রাস্তা পাকা কর। আবার রাতে তার এক গ্লাস দুধ হাল্কা চিনি দিয়ে খাওয়ার অভ্যাস কিন্তু সেদিন লবন দিয়ে দুধ খেতে ইচ্ছে করেছে। বাড়ির কাজের লোকের কাছে এই নিয়ে কৈফিয়ত চায় দুধে চিনি দেয়ার আগে তাকে কেন জিজ্ঞেস করা হলো না। ইদানিং তার মেজাজ আর চড়ে থেকে কারণ তার স্ত্রী বাপের বাড়ি গেছে ৫ দিনের জন্য। চতুর্থ দিন তার মনে হল আজই তার স্ত্রীকে দেখতেই হবে। যেই কথা সেই কাজ। স্ত্রীকে আনতে গাড়ি পাঠায় শ্বশুর বাড়ি। স্ত্রী বলে আজ বেলা পড়ে গেছে কাল সকালে যাবে বলে গাড়ি ফেরত পাঠায়। পরান তালুকদার এটাকে চরম অপমান ভেবে সেই রাতেই পাশের গ্রাম থেকে সুন্দরী এক মেয়েকে বিয়ে করে আনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ