Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্ত আনু মুহাম্মদ ও তার স্ত্রী শিল্পী বড়ুয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২০, ৪:৫৫ পিএম

আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদের স্ত্রী শিল্পী বড়ুয়া। এবার আনু মুহাম্মদও আক্রান্ত হয়েছেন। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নমুনা পরীক্ষা শেষে সেটার ফল পজিটিভ আসে। বর্তমানে আনু মুহাম্মদ মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আনু মুহাম্মদ জানান, গত ২১শে জুলাই তার স্ত্রী শিল্পী বড়ুয়ার জ্বর আসে। ২৫শে জুলাই শিল্পী বড়ুয়ার নমুনা সংগ্রহ করা হয়। ২৮শে জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়, তিনি কোভিড-১৯এ আক্রান্ত। এরপর তার নিজেরও করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি নমুনা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ