Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের আনন্দ নেই কুড়িগ্রামের চরাঞ্চলে

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২০, ৫:৩৭ পিএম

কুড়িগ্রামে নদ-নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ২৫ সে.মি. এবং ধরলার পানি কুড়িগ্রাম ব্রীজ পয়েন্টে ১২ সে.মি. বৃদ্ধি পেয়ে ৪৪ সে.মি. বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।ফলে দুর্ভোগে রয়েছে বন্যা কবলিতরা। ব্রহ্মপুত্র ও ধরলার পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় অনেক ঘর-বাড়ি থেকে পানি নেমে যায়নি। পানি বেড়ে যাওয়ায় অনেকে ক্ষতিগ্রস্থ ঘর-বাড়িতে ফিরতে শুরু করলেও দুর্ভোগে পড়েছেন তারাও। বন্যা কবলিত এলাকার মানুষজন আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, চর্মরোগসহ নানা পানি বাহিত রোগে। বন্যা কবলিত এলাকায় সরকারী-বেসরকারী ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও তা সবার ভাগ্যে জুটছে না।
এদিকে দীর্ঘ মেয়াদী বন্যায় খাদ্য ও অর্থ সংকটে মলিন হয়ে গেছে চার শতাধিক চরাঞ্চলের বন্যা দুর্গত মানুষের ঈদের আনন্দ। একবেলা খেয়ে না খেয়ে দিন পাড় করা এসব মানুষের ভাগ্যে এবার জুটবে না কোরবানীর মাংসও।
এদিকে জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম জানান, বানভাসি ও হতদরিদ্র মিলে ৪লাখ ২৮ হাজার ৬২৫জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা পরিস্থিতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ