Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ ঈদের দিন ৩ স্থরের নিরাপত্তা নিয়ে মাঠে সিলেটে র‌্যাব-৯

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২০, ১২:৪৫ পিএম

মুসমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযহার নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে সিলেটের মাঠে আজ (শনিবার) তৎপর র‌্যাব-৯। এ সময় বিভিন্ন জঙ্গি সংগঠন, চরমপন্থী বা স্বার্থান্বেষী মহল ও সন্ত্রাসীরা এবং যে কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি না করতে পারে সে জন্য র‌্যাব-৯, গ্রহন করেছে ৩ স্থরের নিরাপত্তা ব্যবস্থা। র‌্যাবের বিশেষ টহলের পাশাপাশি সাদা পোষাকে ও মোটর সাইকেল টহলসহ র‌্যাব সদস্যগন ঈদ গাঁ মাঠ, মসজিদ ও তার আশপাশ এলাকায় অত্যান্ত সতর্কতার সহিত ছিল অবস্থানে। এছাড়াও ঈদের নামাজের আগে নগরীর গুরুত্বপূর্ণ ঈদগাহ মাঠ ও পাশর্^বর্তী জায়গায় বিস্ফোরক বা অন্য কোন সন্দেহজনক দ্রব্যাদি সনাক্তকরনের নিমিত্তে র‌্যাব-৯, এর বোম্ব ডিসপোসাল টিম কর্তৃক সুইপিং কার্যক্রম সম্পন্ন করা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদসহ শাহজালাল মাজার মসজিদের সম্মুখ ও আশপাশ এলাকায় অধিকতর নিরাপত্তা নিশ্চিতকরনের লক্ষ্যে র‌্যাব-৯ সুইপিং করে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার সকল পদক্ষেপ গ্রহণ করে। এছাড়া র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর পক্ষ থেকে সবার প্রতি ঈদ শুভেচ্ছা ‘ঈদ মোবারক’ জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ