Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে ঈদ জামাতে করোনা সংকটসহ সব বালা মুছিবত থেকে আল্লাহর দরবারে পানাহ চেয়ে বিশেষ মোনাজাত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২০, ১১:১১ এএম | আপডেট : ৩:০১ পিএম, ১ আগস্ট, ২০২০

করোনা মহামারির অর্থনৈতিক সংকটের মধ্যেও দক্ষিণাঞ্চলের সর্বত্র স্বাস্থ্যবিধি অনুসরন করে যথাযথ ধর্মীয় মর্জাদার সাথে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। সকাল ৭টা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন মসজিদে ঈদের নামাজ শুরু হয়। প্রতিটি ঈদের জামাত শেষে মোনাজাতে মহান আল্লাহ রাব্বুল আলÑআমীনের দরবারে করোনা সংকট সহ সব ধরনের বালা মুসিবতের হাত থেকে পানাহ চান মুসুল্লীয়ানগন। স্বাস্থ্য বিধি অনুসরন করার কারনে বেশীরভাগ মসজিদেই একাধীক জামাতে মুসুল্লীগন ঈদের নামাজ আদায় করেন। তবে করোনা সংকটের কারনেই সরকারী বিধিমালার অলোকে এবার বরিশাল বিভাগীয় সদরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদ উল আজহার কোন জামাত অনুষ্ঠিত হয়নি।
দক্ষিণাঞ্চলের সর্ববৃহত ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের বিশ^ জাকের মঞ্জিলে। সারা দেশে থেকে বিপুল সংখ্যক জাকেরান ও আশেকান সহ মুসুল্লীয়ানগন এ দরবার শরিফে ঈদের নামাজ আদায়ন্তে পীর ছাহেব হজরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের রওজা শরিফ জিয়ারত করেন। এছাড়া বরিশালের চরমোনাই দরবার শরিফ মসজিদ, ছারছিনা জামে মসজিদ, ঝালকাঠীর নেসারাবাদের এন স কামিল মাদ্রাসা মসজিদ ,পটুয়াখালীর মির্জাগঞ্জে হজরত ইয়ার উদ্দিন খলিফা (রঃ)-এর দরবার শরিফের জামে মসজিদ, বরগুনার মোকামিয়া দরবার শরিফ জামে মসজিদ সমুহে বিপুল সংখ্যক মসুল্লীয়ানগন ঈদের নামাজ আদায় করেন।
বরিশাল মহানগরীর জামে এবাদুল্লাহ মছজিদ, কেন্দ্রীয় জামে কসাই মসজিদ, জামে বায়তুল মোকাররাম মসজিদ, নবগ্রাম রোড-চৌমহনী মসজিদ এ নুর, কেন্দ্রীয় কারাগার মসজিদ, পুলিশ লাইন্স মসজিদ, করিম কুটির মসজিদ, বটতলা হজরত উমর শাহ(রঃ) মসজিদ, গুঠিয়ার বায়তুল আমান মসজিদ, ফরেষ্ট্রার বাড়ি জামে মসজিদ, বাংলা বাজার মসজিদ, চাঁদমারী মসজিদ, আলেকান্দা মসজিদ, নুরিয়া স্কুল মসজিদ সহ নগরীর প্রতিটি মসজিদেই বিপুল সংখ্যক মুসুল্লীয়ানগন ঈদের নামাজ আদায় করেন।
করেনা সংকটের মধ্যেও শ্রমজীবী মানুষ কোরবানির পশু জবাই সহ তা পারিচ্ছন্ন করা থেকে শুরু করে সব কাজে অংশ নিলেও বেশীরভাগের ক্ষেত্রেই সুষ্ঠু স্বাস্থ্য বিধি অনুপস্থিত। অপরদিকে বেতন-বোনাস না পেলেও গনমাধ্যম কর্মীরাও দক্ষিনাঞ্চলের মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। আইনÑশৃংখলা বাহিনীও যথাযথভাব দায়িত্ব পালনে মাঠে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ