Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে বাঘারপাড়ার রেহেনা হত্যাকান্ডের রহস্য উদঘাটন

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ৭:২৩ পিএম

অবশেষে যশোরের বাঘারপাড়ার রেহেনা হত্যা রহস্য উদঘাটন করেছে যশোর পিবিআই। যশোর পিবিআই জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন শুক্রবার দৈনিক ইনকিলাবকে জানান, তার নির্দেশনায় পুলিশ পরিদর্শক(নিঃ)/মোঃ আব্দুস সালাম তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহস্পতিবার রাতে আসামী মিন্টু মোল্যাকে খুলনা জেলার তেরখাদা থানাধীন কুশলার চরগ্রামে অভিযুক্তের শ^শুর শাহজাহান মোল্লার বাড়ি হতে গ্রেফতার করা হয়। পিবিআই নিহত রেহেনার মোবাইল উদ্ধার করে।

পিবিআই জানায়, গত ২১মার্চ বাঘারপাড়ার রেহেনা নির্মমভাবে খুন হয়। নিহত রেহেনার কথিত প্রেমিক নয়ন পূর্ব-পরিকল্পিতভাবে ফোন করে ভিকটিম রেহেনাকে গাজীপুর থেকে নড়াইলে আসতে বলে। রেহেনা গাজীপুর থেকে রওনা করে সন্ধ্যার পর মাগুরার শালিখা থানাধীন আড়পাড়ায় নামলে পূর্ব থেকে অবস্থান করা নয়ন, এনামুল ও মিন্টুর সাথে রেহেনার সাক্ষাৎ হয়।

তারা রেহেনাকে মিন্টুর ভ্যানে করে এনামুলসহ নয়ন নড়াইলের উদ্দেশ্যে রওনা হয়। নড়াইলের রাস্তায় না গিয়ে বাঘারপাড়া থানার আরজি বল্যামুখ গ্রামস্থ বালিয়াডাঙ্গা বামনহাটিস্থ নির্জন কাঁচা রাস্তায় নিয়ে ভ্যান থেকে রেহেনাকে নামিয়ে হাঁটতে থাকে। পরে রাত ৯টার দিকে রাস্তার পাশের্^ নিয়ে নয়ন রেহেনার গলা চেপে ধরে এবং মিন্টু ও এনামুলের সহায়তায় নয়ন তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে জবাই করে রেহেনার মৃতদেহ রাস্তার পাশের্^ ফেলে রেখে চলে যায়।

আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।
যশোর পিবিআই এর পুলিশ সুপার রেশমা শারমিন জানান, যশোর পিবিআই প্রতিটি মামলা নিখুঁতভাবে পর্যালোচনা করে আসল রহস্য বের করছে। শুধু রেহেনা হত্রাকান্ড নয়, যশোরে যোগদান করেই বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করে প্রশংসিত হয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ