প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নব্বই দশকে সিনে পর্দায় ঝড় তুলেছিল শাহরুখ খান ও কাজল জুটি। সেই থেকে পথ চলা শুরু। এরপর একের পর এক সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছে এই জুটি। তবে কেন রিল লাইফের জনপ্রিয় এই জুটি বাস্তবে একসঙ্গে থাকলেন না?
বি টাউনে বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে শোনা গিয়েছে নানা গুঞ্জন। একসময় সিনেপ্রেমীরা এই রিল লাইফের জুটিকে দেখতে চেয়েছেন বাস্তব জীবনেও। কিন্তু অজয়ের সঙ্গে কাজলের দেখা হওয়ার পর ফিকে হয়ে যায় তাদের সেই রোমান্স। একসঙ্গে সিনেমাতে অভিনয় করাও কমিয়ে দিয়েছিলেন তারা দু'জন।
কিন্তু কেন শাহরুখ বিয়ে করেননি কাজল? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী অকপটে বলেন, সাধারণত ছেলেরাই আগে প্রস্তাব দেন। তবে কি এই মন্তব্যই শাহরুখের প্রতি কাজলের লুকিয়ে থাকা অনুভূতি! নাকি মজার ছলেই প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন কাজল তা আজও স্পষ্ট নয়। যদিও তাদের এই সমীকরণ শুরুর দিকে এমনটা ছিলো না।
এদিকে কাজের ক্ষেত্রে শাহরুখকে সবশেষ দেখা গিয়েছিলো 'জিরো' সিনেমাতে। এরপর আর নতুন কোনো সিনেমাতে অভিনয় করেননি বাদশা। অন্যদিকে কাজল অভিনীত সবশেষ সিনেমা 'তানহাজি'। সিনেমাটি বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।