Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে করোনায় ব্যবসায়ীর মৃত্যু, আক্রান্ত ৪০

সেনবাগে করোনায় মৃতের সংখ্যা-১১জন

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ৬:৪৪ পিএম

সেনবাগে করোনায় আক্রান্ত হয়ে আবুল খায়ের নামের ৬৫বছর বয়সী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সেনবাগ পৌরসভার বাবুপুর এলাকার বাসিন্দা। এদিকে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৪০জন।

শুক্রবার তথ্যগুলো নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. নির্ণয় কুমার বলেন, জ্বর ও শ্বাস কষ্টে আক্রান্ত হয়ে গত ২৭জুলাই হাসপাতালে এসে নমুনা দিয়ে যান বাবুপুরের বাসিন্দা আবুল খায়ের। ২৮জুলাই আসা রিপোর্টে উনার করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তির প্রচুর শ্বাস কষ্ট ও অক্সিজেন লেভেল ৮০%হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার উনি ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে পরিবারের সদস্যরা আমাদের নিশ্চিত করেছেন। এনিয়ে উপজেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১১জন।

সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪০জন। যার মধ্যে সদরে ১৬, বেগমগঞ্জে ১, সোনাইমুড়ীতে ৩, সেনবাগে ৬, কোম্পানীগঞ্জে ৮ ও কবিরহাটে ৬জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩১২৯জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৪জনের, সুস্থ্য হয়েছেন ২২৯২ ও আইসোলেশনে রয়েছেন ৭৭৩জন রোগী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ